হিটলারের মঞ্চ
হিটলারের মঞ্চ সমরেন্দ্র বিশ্বাস # ক্ষেপনাস্ত্রের মতো ছুটে আসছে নাটকীয় কিছু ভাষণ , যাবতীয় প্রতিশ্রুতিকে চুপি চুপি বাঙ্কারের গর্তে শুইয়ে দেবার এই তো সময় । জনতারা উদ্বেগে বসে আছে ; তাদের সামনে প্রতিশ্রুতি দিয়ে সাজানো একটা মঞ্চ , হিটলারের মাইক্রোফোনগুলো উত্তেজনায় কাঁপছে ! একটা অদৃশ্য কাটা মুন্ডু নাজি - মঞ্চটার পেছনে ফ্যাসিস্ট হাওয়ায় দুলছে ! প্রকাশিত / মৈত্রীদূত – October-2021