Posts

Showing posts from March, 2023

অন্ধকার ট্রেন

  অন্ধকার ট্রেন সমরেন্দ্র বিশ্বাস # একটা দেশের অন্ধকার ট্রেন থেকে যে কবন্ধ রাত্রি নামলো তাকে ভ্যানিটি ব্যাগে ভরে নিয়ে গেলো সংসদীয় উট । সিপাহী - রঙা অন্ধ ঘোড়াগুলো হাই তুলতে তুলতে তখনো পাহারা দিচ্ছিলো বোবা কার্তুজের স্তুপ ! এতো করেও কি সুদিন উঠে আসলো মানুষের পাতে ? রোদ্দুরের কাছে রক্ত ঝরিয়ে কেউ কেউ এসব প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছিল -                               তবুও কি ….. ? এখনোও পোষাক - পরা জেব্রাদের পায়ের নীচে অনবরত গুড়িয়ে যাচ্ছে দিনানুদিনের ব্যালট প্রশ্ন , ক্ষুরের নীচে চাপা পড়ছে যাবতীয় উন্নয়ণের পাঁপড় - যুগ !       Published JugoSagnik – Bookfair-2020