Posts

Showing posts from December, 2025
  গল্প কম্বুদ্বীপের প্রেসিডেন্ট ও কন্দর্প -কথন সমরেন্দ্র বিশ্বাস   প্রেসিডেন্টের সিদ্ধান্ত অনুযায়ী প্রেমের দেবতা কন্দর্প দেব কে আজ কেই সন্ধ্যায় পুড়িয়ে মারা হবে। মেয়রের উদ্যোগে কম্বুদ্বীপের মিলিটারি প্যারেড গ্রাউন্ডে তাই প্রেম-বিরোধী বিশাল জন সমাগম। প্রেম একটা আবেগ, তাকেই কিনা হত্যা করা হবে!   কম্বুদ্বীপ একটা ছোট্ট দেশ। প্রেসিডেন্টের সিদ্ধান্ত অনুযায়ীই সে দেশের সংবিধান চলে। কম্বুদ্বীপের প্রেসিডেন্ট ক্ষমতায় এসেই সংসদে ঘোষণা করলো একের পর এক কতোগুলো প্রস্তাব । কারণ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সংবিধান সংশোধনী বিলের একটা অন্যতম বিষয় হলো মানুষের মধ্যকার অবারিত প্রেম প্রেম সম্পর্কের দ্রুত রাশ টানতে হবে। প্রেসিডেন্টের ভাষণে কারণ হিসেবে বলা হলো, মনুষ্যজীবনে প্রেম সম্পর্কিত আবেগের অপব্যয় তার প্রতিষ্ঠানিক কর্মক্ষমতাকে দারুণ মাত্রায় কমিয়ে দেয়। তাছাড়া প্রেম সম্পর্কিত বিভিন্ন ঘটনা নানা আইনী জটিলতার সৃষ্টি করে। আদালাতে এরকম হাজার হা জার কেস পেন্ডিং। মিডিয়ার মাধ্যমে লোকেদের জানানো হলো, এই প্রেম–ভালোবাসার জন্যে কম্বুদ্বীপে গত বছরে ২৫টা খুন , ১৩টা সংঘর্ষ আর ১৭টা আত্মহত...