অনন্ত পথের সামনে দাঁড়িয়ে মে-দিন
অনন্ত পথের সামনে দাঁড়িয়ে মে-দিন সমরেন্দ্র বিশ্বাস # আজকে মে-দিন। সামনে টান টান পড়ে থাকা ঝিমধরা পথ তোমায় ডাকছে! পথের উপর লেপ্টে থাকা ম্লান রোদ্দুরের-আলো ইশারায় ঈঙ্গিতে তোমায় ডাকছে! এই পথ চলে গেছে লড়াই-এর ময়দানে , এই পথ শেষ হয়েছে ক্ষুধার্ত শিবিরের পরিখায় । এই পথ ছুটে গেছে মেহনতী মানুষের ইচ্ছের দিকে , এই পথ মিশে গেছে পাঠশালার অনুভবে , ভালবাসায়। # গত কাল বৃষ্টি হয়ে গেছে , মানুষের ভালবাসা উজ্জ্বল বৃষ্টির মতো ধুইয়ে দিয়েছে মে-দিনের এই অনন্ত পথ। # এখনও পথে ছড়ানো কিছু লাল ফুল – সেই সব রক্তাক্ত ইতিহাসের চিহ্ন , যা আমরা ভুলি নি । এখনও পথে ছড়ানো কিছু হলুদ ফুল – মেহনতী আকাঙ্ক্ষার সেইসব পীতাভ চিহ্ন – যার জন্যে আমরা যুগ যুগ লড়াই করেছি। এই পথে কিছু সাদা ফুল এখনও ছড়ানো বাকী যা আমাদের নিয়ে যাবে আগামীর দিকে। # আজকে মে-দিন। সামনের অনন্ত পথ প্রতীক্ষায় ঝিম মেরে আছে , মেহনতী মানুষের মন বর্ণময় রামধনু , কিম্বা বাঁকা কাস্তে। একটা অনন্ত পথের সামনে দাঁড়িয়ে আজকের মে-দিনটা হেসে হেসে পেপার বেচছে! # # অনন্ত জলশব্দে আমি # .