Posts

Showing posts from April, 2021

অনন্ত পথের সামনে দাঁড়িয়ে মে-দিন

  অনন্ত পথের সামনে দাঁড়িয়ে মে-দিন সমরেন্দ্র বিশ্বাস # আজকে মে-দিন। সামনে টান টান পড়ে থাকা ঝিমধরা পথ তোমায় ডাকছে! পথের উপর লেপ্টে থাকা ম্লান রোদ্দুরের-আলো ইশারায় ঈঙ্গিতে তোমায় ডাকছে! এই পথ চলে গেছে লড়াই-এর ময়দানে , এই পথ শেষ হয়েছে ক্ষুধার্ত শিবিরের পরিখায় । এই পথ ছুটে গেছে মেহনতী মানুষের ইচ্ছের দিকে , এই পথ মিশে গেছে পাঠশালার অনুভবে , ভালবাসায়। # গত কাল বৃষ্টি হয়ে গেছে , মানুষের ভালবাসা উজ্জ্বল বৃষ্টির মতো ধুইয়ে দিয়েছে মে-দিনের এই অনন্ত পথ। # এখনও পথে ছড়ানো কিছু লাল ফুল – সেই সব রক্তাক্ত ইতিহাসের চিহ্ন , যা আমরা ভুলি নি । এখনও পথে ছড়ানো কিছু হলুদ ফুল – মেহনতী আকাঙ্ক্ষার সেইসব পীতাভ চিহ্ন – যার জন্যে আমরা যুগ যুগ লড়াই করেছি। এই পথে কিছু সাদা ফুল এখনও ছড়ানো বাকী যা আমাদের নিয়ে যাবে আগামীর দিকে। # আজকে মে-দিন। সামনের অনন্ত পথ প্রতীক্ষায় ঝিম মেরে আছে , মেহনতী মানুষের মন বর্ণময় রামধনু , কিম্বা বাঁকা কাস্তে। একটা অনন্ত পথের সামনে দাঁড়িয়ে আজকের মে-দিনটা হেসে হেসে পেপার বেচছে! # #   অনন্ত জলশব্দে আমি # .   

ট্রাফিক জ্যাম

  ট্রাফিক জ্যাম সমরেন্দ্র বিশ্বাস সাদা সাদা পায়রাগুলোর ডায়নামোর শব্দে জ্যাম হয়ে আছে আকাশের নীল ট্রাফিক। পাখীদের ডানায় এখন ভোটের লিফলেট, কিংবা উড়ানের রূপসী বিজ্ঞাপন। যে সন্ত মানুষটি ক্ষমার মাহাত্ম্য খুঁজতে গ্রামের পথে বেরিয়েছিলো, তাকে গিলে খেয়েছে অট্টালিকাময় শহরের চলমান মাকড়সা। হরিয়ে যাওয়া ক্লোরোফিলের দিনে গাছের গজদন্ত দিয়ে ঝরে পড়ছে রক্ত, সালোক সংশ্লেষের ক্যামেরা ঘরে তছনছ হয়ে যাচ্ছে যাবতীয় বিনম্রতা। মেট্রোরেলের সুরঙ্গ শব্দে ধাক্কা খাচ্ছে মহাকাব্যের খসড়া; রাজপথে লাইনের পর লাইন মোটরগাড়ীর হর্ণগুলো লিখে উঠতে পারছে না একটাও কবিতা। মেঘক্লান্ত দিনে অঞ্জলি পেতে বসে থাকা মানুষগুলোর হাতে অভিমানী রোদ্দুরের আলো তুলে দিচ্ছে সরকারী ভর্তুকি। তবুও কি এক নিদাঘে শুকিয়ে যাচ্ছে ফতুয়ার পকেট । রাস্তায় পার্টির ভলান্টিয়ারদের প্যারেডে কেঁপে উঠছে শুকোতে দেয়া শাড়ির আঁচল। এই সভ্যসময়ের ট্রাফিক ব্যস্ততায় ন্যাংটো কেউ বলতে চেয়েছিলো – ‘তফাৎ যাও! তফাৎ যাও!’ কিন্তু সে বলতে পারে নি কোন কথা। মানুষের রক্তাক্ত জিভ এখন হাওয়ায় কাঁপছে – কারণ ট্রাফিক জ্যামে ভ্যানিস হয়ে গেছে সংবিধানের ছুঁড়িতে ছিঁড়ে নেয়া আমাদের প্রিয় কথামা...

কিছু দৃষ্টি যেতে যেতে

  কিছু দৃষ্টি যেতে যেতে   # সমরেন্দ্র বিশ্বাস      #   কিছু দৃষ্টি যেতে যেতে দুধারে ছড়িও , দেখো মায়া বৃক্ষের মতো তারা তোলে কিনা চোখ সুনীল আকাশে ; তাতে বৃষ্টি হবে পিপাসার্ত মানুষের দেশে ! কিছু দৃষ্টি গুঁড়ো করে কাঁচের বয়ামে যত্ন করে রেখো , দেখো তারা ফসফরাসের মতো দেয় কিনা আলো , যে আলোর মায়ায় আদিম মানুষেরা এ যাবৎ হেঁটে আসে পথ । বাকী দৃষ্টি তুলে দিও নৈরঞ্জনা নদীতীরে বসে থাকা   মৌন ভিক্ষুদের , যদি তারা শ্রমনের পথে পথে ফসল ফলায়  , সামগান গায় ! # তারপরে তুমি ক্লান্ত যীশু সর্বস্বান্ত চলে যেও যেদিকে দুচোখ চায়   । #   [ কাব্যগ্রন্থ - অনন্ত জলশব্দে আমি ]

হিসেবের খাতা

  হিসেবের খাতা সমরেন্দ্র বিশ্বাস # যাত্রাপথের ব্যস্ততাতেও নিয়মিত লেজার করতাম লিখতাম ডেবিট ও ক্রেডিট । আজ যখন ফাইন্যাল হিসেব করবো তখন দেখছি একটা লেজারও খুঁজে পাচ্ছি না । তোমাদের কোন ঋণই নেই আমার কাছে – বরং আমার এই পোষাক , এই শরীর , পায়ের নীচের একটু মাটি রেখে যাচ্ছি তোমাদের কাছে , শুভেচ্ছা রইলো , এসব ফেরৎ নিতে আমি আর কখনোই এখানে আসবো না !   R-1 / 03.04.2021 প্রকাশিত - বম্বে Duck   শারদীয়া – ই ম্যাগ - ২০২০