আজকের অশ্বারোহী
আজকের অশ্বারোহী সমরেন্দ্র বিশ্বাস # অশ্বারোহী ভেবে যাদের উপহার দিয়েছিলে গতি হাতে লাগামের রশি শিবির পেরোতেই তাদের স্থাবর ঘোড়াগুলো আজ অনুগত মৃতপ্রায় । সাবেকী আস্তাবল থেকে আজকাল হ্রেষা নয়, সকাল সন্ধ্যায় ভেসে আসে অন্ধকার পানপাত্র, মাইক্রোফোনে অর্বাচীন কোলাহল! Published / Diganta Balay [ Jan. – June-2021 issue ]