আজকের অশ্বারোহী
আজকের অশ্বারোহী
সমরেন্দ্র
বিশ্বাস #
অশ্বারোহী ভেবে যাদের
উপহার দিয়েছিলে গতি
হাতে লাগামের রশি
শিবির পেরোতেই
তাদের স্থাবর ঘোড়াগুলো
আজ অনুগত মৃতপ্রায়।
সাবেকী আস্তাবল থেকে
আজকাল হ্রেষা নয়,
সকাল সন্ধ্যায় ভেসে আসে
অন্ধকার পানপাত্র,
মাইক্রোফোনে অর্বাচীন কোলাহল!
Published / Diganta Balay [ Jan. – June-2021 issue ]
Comments
Post a Comment