Posts

Showing posts from September, 2021

দেবদারু একটি নদীর নাম

Image
  দেবদারু একটি নদীর নাম সমরেন্দ্র বিশ্বাস নদীর গতিপথকে কারা কিনে নেয়? নদীর জলে কেন ভেসে আসে মানুষের লাশ? কেন বন্দুকের গুলি ? কেনই বা মৃত মানুষের দুর্গন্ধময় শরীর ? দেবদারু নদীটাকে বেঁচে দেয়া হয়েছে । হাওয়ায় হাওয়ায় এ খবরটা ছড়িয়ে পড়লো দিকে দিকে , আশপাশের শহরগুলোতে , সংবাদপত্রেও । গাছপালা , পশুপাখি , যাদু - টোনা করে যারা ভূতপ্রেত নামায় , তারা সবাই এ খবরে শিউরে উঠলো । পবন খুড়ো মাটির ঘরের দাওয়ায় বসে বিড়ি টানছিল । সে বললো , এরপর তো হাওয়াকেও বেচে দেয়া হবে । বলবে , একঘন্টা নিঃশ্বাস নিয়েছো , এবার টাকা দাও ! খবর কাগজে নদী বিক্রির খবরটা ছোট্ট করে ছাপা হলো । দেবদারু নদীকে লিজ দেয়া হয়েছে মেসার্স বার্ড অ্যান্ড ওয়াটার রিসোর্স কোম্পানীকে । ভাঙ্গনধরা গ্রামটার কাছে বাঁধ বা এনিকট তৈরী হবে । সেখান থেকে উপরের কুড়ি কিলোমিটার পর্যন্ত নদীটার নিয়ন্ত্রণ এই কোম্পানীর হাতেই । ভবিষ্যতে সবাইকে এদের থেকেই জল কিনতে হবে । এ কি অলুক্ষুণে কথা ! কি যে দিনকাল আসছে ! দেবদারু নদীটা বিক্রি হচ্ছে । এরপর দেখতে দেখতে পয়সায়ালা মালিকেরা কিনে নেবে দুপাশে গাছপালা, বন জঙ্গল , ঝোপঝাড় , পাখি ওড়া আকাশটাও ! এই ন...

সম্রাট ও শবদেহ

Image
  সম্রাট ও শবদেহ [ একটি কাল্পনিক কথোপকথণ ] সমরেন্দ্র বিশ্বাস # তাজমহলের শ্বেতপাথরকে ফুঁড়ে এইমাত্র বেরিয়ে এলো একটি বলিষ্ঠ মূর্তি ! অন্ধকারে ঠাওর করা যাচ্ছে না , কে এই ব্যক্তিটি ? ইনিই কি মহামান্য শাজাহান ? হাল্কা হাওয়া । কুলকুল শব্দে বয়ে যাচ্ছে যমুনা নদী । সু - পুরুষোচিত স্কন্ধ , বলিষ্ঠ মূর্তিটি তাজমহলের চার পাশ ধরে হাঁটতে লাগলেন । একবার সৌধটির চতুর্দিক প্রদক্ষিণ করে তার মনটা খুশীতে ভরে উঠলো । এবার তিনি বহমান নদীটার তীরে এসে দাঁড়ালেন । মন ভালো করা হাল্কা জোছনা । তার মাথায় প্রচুর চিন্তা । প্রতিপক্ষরা সিংহাসন দখলের জন্যে ওৎ পেতে আছে । দেশের চারদিকে গন্ডোগোল । মানুষজন তার উপর কি ক্ষেপে আছে ? মহামারীতে অসংখ্য লোক মারা যাচ্ছে ! কিভাবে তিনি তার রাজধর্ম রক্ষা করবেন ? দেশের সিংহাসন অতীব মূল্যবান ! যমুনার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি অনেক কিছু ভাবছিলেন । এমন সময়ে বলিষ্ঠ মূর্তিটির নজরে এলো একটা জিনিষ নদীতে ভাসতে ভাসতে তার দিকেই এগিয়ে আসছে ! একটু সামনে আসতেই বোঝা গেল ভাসমান বস্তুটি একটি মৃত মানুষের লাশ ! একটা হাওয়ার দাপট ! ভাসমান লাশটি নদীতীরে সংলগ্ন একটা ঝোপের শেকড়ে...