দেবদারু একটি নদীর নাম
দেবদারু একটি নদীর নাম সমরেন্দ্র বিশ্বাস নদীর গতিপথকে কারা কিনে নেয়? নদীর জলে কেন ভেসে আসে মানুষের লাশ? কেন বন্দুকের গুলি ? কেনই বা মৃত মানুষের দুর্গন্ধময় শরীর ? দেবদারু নদীটাকে বেঁচে দেয়া হয়েছে । হাওয়ায় হাওয়ায় এ খবরটা ছড়িয়ে পড়লো দিকে দিকে , আশপাশের শহরগুলোতে , সংবাদপত্রেও । গাছপালা , পশুপাখি , যাদু - টোনা করে যারা ভূতপ্রেত নামায় , তারা সবাই এ খবরে শিউরে উঠলো । পবন খুড়ো মাটির ঘরের দাওয়ায় বসে বিড়ি টানছিল । সে বললো , এরপর তো হাওয়াকেও বেচে দেয়া হবে । বলবে , একঘন্টা নিঃশ্বাস নিয়েছো , এবার টাকা দাও ! খবর কাগজে নদী বিক্রির খবরটা ছোট্ট করে ছাপা হলো । দেবদারু নদীকে লিজ দেয়া হয়েছে মেসার্স বার্ড অ্যান্ড ওয়াটার রিসোর্স কোম্পানীকে । ভাঙ্গনধরা গ্রামটার কাছে বাঁধ বা এনিকট তৈরী হবে । সেখান থেকে উপরের কুড়ি কিলোমিটার পর্যন্ত নদীটার নিয়ন্ত্রণ এই কোম্পানীর হাতেই । ভবিষ্যতে সবাইকে এদের থেকেই জল কিনতে হবে । এ কি অলুক্ষুণে কথা ! কি যে দিনকাল আসছে ! দেবদারু নদীটা বিক্রি হচ্ছে । এরপর দেখতে দেখতে পয়সায়ালা মালিকেরা কিনে নেবে দুপাশে গাছপালা, বন জঙ্গল , ঝোপঝাড় , পাখি ওড়া আকাশটাও ! এই ন...