দুপুর দুটোর রটনা
দুপুর দুটোর রটনা সমরেন্দ্র বিশ্বাস # উড়ন্ত সাদা গাড়ীটাকে স্থবির হরিণের সামনে পার্কিং করে দুপুর দুটোর নির্জনে অপ্সরার সাথে অবৈধ ডায়াল কানেকশন করছিলাম – এমনই খবরটা যারা রটিয়েছিল , তারা জানে না সেদিনটাই ছিল আমার জন্মদিন । তখন আমার সামনে এক দুই তিন করে স্ফুলিঙ্গেরা উড়ে যাচ্ছিল আকাশের তরঙ্গ টাওয়ারে , আমার অপ্সরীকে তখনই মিলিয়ে যেতে দিয়েছিলাম শূণ্যে - নিন্দুকদের সমস্ত ভুল - ঘড়িতে তখনও আটকে ছিল দুপুর দুটোর কুৎসা ! [ 21.07.2020 ] Published তাবিক পত্রিকা Sharadiya Issue - 2021