দুপুর দুটোর রটনা

 

দুপুর দুটোর রটনা

 

সমরেন্দ্র বিশ্বাস

#

উড়ন্ত সাদা গাড়ীটাকে স্থবির হরিণের সামনে পার্কিং করে

দুপুর দুটোর নির্জনে

অপ্সরার সাথে অবৈধ ডায়াল কানেকশন করছিলাম

এমনই খবরটা যারা রটিয়েছিল, তারা জানে না

সেদিনটাই ছিল আমার জন্মদিন

তখন আমার সামনে এক দুই তিন করে স্ফুলিঙ্গেরা উড়ে যাচ্ছিল

আকাশের তরঙ্গ টাওয়ারে,

আমার অপ্সরীকে তখনই মিলিয়ে যেতে দিয়েছিলাম শূণ্যে -

নিন্দুকদের সমস্ত ভুল-ঘড়িতে তখনও আটকে ছিল দুপুর দুটোর কুৎসা!  

 

 

[ 21.07.2020 ]

Published তাবিক পত্রিকা Sharadiya Issue - 2021

Comments

Popular posts from this blog

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

কামিনের জন্যে কবিতা

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা