Posts

Showing posts from September, 2022

কামিনের জন্যে কবিতা

Image
  কামিনের জন্যে কবিতা সমরেন্দ্র বিশ্বাস # ঘামে ঘামে আর কত নিজেকে ভেজাবি ? ক্ষারের কর্কশ বাকল আর কত মেজে যাবে দেহখানি তোর ? # যমুনাবতী , তোর মুখে   কালো ছোপ ,   এটা কোন পাপ নয় - পার্থিব শরীর নিয়ে আগুন আগুন খেলিস এই ভাদ্র মাসে ! # বড় ট্যারা আঁকা বাঁকা এ শ্রমের জীবন বড় ক্লান্তিকর আজও   কামাই - জীবন , অগ্নি পরীক্ষার মতো   কাঠের আগুনে পুড়ে পুড়ে রামায় ণী মেয়ে তুই   কতো শুদ্ধ হবি ? যে কোন শুদ্ধতারই রঙ কালো , শুদ্ধতার রঙ মানে পুড়ে যাওয়া ধূসরতা – ছাই ! # যাবতীয় শুদ্ধতার কাঠ জ্বলে তোর ঘরে ভাতের হাঁড়িতে , শুদ্ধতার ধূস রতা মিশে থাকে সন্তানের মুখের হাসিতে , শুদ্ধতার কিছু কালো বাধ্য হয়ে গিলে খাস্   কুলিদের সাথে   ! # পুড়ে যাওয়া কাঠের আগুন ও ছাই গালে মাখা ভালো - উপার্জনে থাবায় আগুন , আঁচে তোর মুখ কালো , ক্ষতি নেই । # তেত্রিশের ছুঁই - ছুঁই গালে ঠিকাদার আবডালে চুমু চেয়েছিল , সেদিন বিদ্যুৎ রেখায় তুই ডেকেছিলি মেঘ ! # যমুনাবতী, কালো এ কামিন জীবনে আগুনে আগুনে পুড়ে ক্ষয়ে গেছে পাপ ; পুড়ে পুড়ে আকরি...

হারানো প্লুতস্বর

  হারানো প্লুতস্বর সমরেন্দ্র বিশ্বাস #   জীবনের সাজগোজ থেকে প্লুতস্বর হারিয়ে গেলে অশ্বমেধ যাপন মাটি হয়ে যায় । নক্ষত্রে নক্ষত্রে দীর্ঘশ্বাস , ঘোড়ার পা থেকে খুলে যায় রাজকীয় নাল । সুদূর প্রহরী প্লানেট হারিয়ে যায় প্লুটোর মুখমন্ডল থেকে । তখন জীবনের উপবৃত্তে একাকী   নিঃসঙ্গ পাক খাওয়া । খরগোসেরা এনে দেয় মৃত তারকা কিংবা মণিকাঞ্চনের আলো ! # ইলেকট্রিক চুল্লীর দরজার সাটার অটোমেটিক বন্ধ । মাহাজাগতিক দূরত্ব থেকে তুমি ফেরত পাঠাও তোমার বিছানায় ফেলে আসা আমার প্রাগৈতিহাসিক নক্ষত্রখচিত রুমাল । আর কোনও দিনও আমাদের দেখা হবে না । বিষন্নতার সমুদ্রে হাঁটতে হাঁটতে আমিও মহাপ্রভুর অদৃশ্য নীলাচলে নীল ! কন্টকিত মাদারের ডালে ডালে দীর্ঘশ্বাস , উঁকি মারে রক্তিম বসন্তের মৃত পাপড়ি । স্মৃতিতে হারাণো প্লুতস্বর ! গন্ধ কথা বলে , মহাজাগতিক রশ্মির সাথে ভেসে আসে তোমারই দীর্ঘশ্বাস । বিদ্যুতের ঝলকেরা লেখে – এ জীবনটা বড়ো ছোটো হে । # প্লুতস্বর হারিয়ে যাবার পর জীবন থেকে বর্ণমালারা বিদায় নেয় । পড়ে ওঠা হয় না হারাণো রুমালের সংশোধনপত্র কিংবা জীবনযাপনের সংবিধান ।...