কামিনের জন্যে কবিতা
কামিনের জন্যে কবিতা
সমরেন্দ্র
বিশ্বাস
#
ঘামে ঘামে আর কত নিজেকে ভেজাবি ?
ক্ষারের কর্কশ বাকল আর কত মেজে যাবে দেহখানি তোর
?
#
যমুনাবতী ,
তোর মুখে কালো ছোপ, এটা কোন পাপ নয় -
পার্থিব শরীর নিয়ে আগুন আগুন খেলিস এই ভাদ্র
মাসে !
#
বড় ট্যারা আঁকা বাঁকা এ শ্রমের জীবন
বড় ক্লান্তিকর আজও কামাই-জীবন,
অগ্নি পরীক্ষার মতো কাঠের আগুনে পুড়ে পুড়ে
রামায়ণী
মেয়ে তুই কতো শুদ্ধ হবি ?
যে কোন শুদ্ধতারই রঙ কালো ,
শুদ্ধতার রঙ মানে পুড়ে যাওয়া ধূসরতা – ছাই !
#
যাবতীয় শুদ্ধতার কাঠ জ্বলে তোর ঘরে ভাতের
হাঁড়িতে,
শুদ্ধতার ধূসরতা মিশে থাকে সন্তানের মুখের হাসিতে,
শুদ্ধতার কিছু কালো বাধ্য হয়ে
গিলে খাস্ কুলিদের সাথে !
#
পুড়ে যাওয়া কাঠের আগুন
ও ছাই গালে মাখা ভালো -
উপার্জনে থাবায় আগুন , আঁচে তোর
মুখ কালো, ক্ষতি নেই ।
#
তেত্রিশের ছুঁই-ছুঁই
গালে ঠিকাদার আবডালে চুমু চেয়েছিল,
সেদিন বিদ্যুৎ রেখায় তুই ডেকেছিলি মেঘ !
#
যমুনাবতী, কালো এ
কামিন জীবনে
আগুনে আগুনে পুড়ে ক্ষয়ে গেছে পাপ ;
পুড়ে পুড়ে আকরিক আজ তুই মূল্যবান ধাতু ,
ধাতুরও যে মন আছে , মান আছে – ভুলে গেছে ইস্পাত তালুক ।
###
[ অনন্ত জলশব্দে আমি ]
©
biswas.samarendra@hotmail.com
Comments
Post a Comment