Posts

Showing posts from January, 2024

হাড় কিংবা একটি অস্থির কারণ অনুসন্ধানে

Image
  গল্প হাড় কিংবা একটি অস্থির কারণ অনুসন্ধানে সমরেন্দ্র বিশ্বাস # অমর # উনোন সাজাতে সাজাতে সুনীতা চেঁচিয়ে উঠলো , ‘ দাদা , এদিকে দেখে যা না !’ আমি ঘরের ভেতর থেকে বলে উঠলাম ‘ কেন , কি হয়েছে ?’ ‘ দেখেই যা না , কাঠকয়লার মধ্যে কি একটা জিনিষ ?’ অপূর্ব বললো , ‘ দেখেই আয় না । বেশী চেঁচামেচি করিস না । হীরা বা সোনাটোনা হলে সরকার বাজেয়াপ্ত করে নেবে । ’ ওদিক থেকে আমার বোন সুনীতা চেঁচাচ্ছে , ‘ কি বিশ্রী একটা চিজ – আমি ইয়ার্কি মারছি না , এদিকে আয় না । ’ শহর ছাড়িয়ে বহুদূরে একটা প্রত্যন্ত গ্রামে আমি আছি । অপূর্বর সঙ্গে অনেক দিন বাদে দেখা । ও এই অঞ্চলে এসেছে কয়েকদিনের জন্যে ।   সরকারী একটা প্রোজেক্টের তরফে এখানকার আদিবাসীদের উপর একটা সমীক্ষা চালাতে । এটা একটা হদ্দ গ্রাম । ইলেকট্রিসিটি আসে নি । কেরোসিন তেলের লণ্ঠন , না হলে মোমবাতিই ভরসা । ম্লান লন্ঠনের আলোয় একটা ঘরোয়া শীতের সন্ধ্যা । আমি আর অপূর্ব খাটিয়ায় বসে মেজাজে আড্ডা মারছিলাম । শেষ পর্যন্ত সুনীতার চেঁচামেচি শুনে আমাকে উঠতেই হলো । দেখল...