Posts

অণুগল্প / এমারজেন্সি - সমরেন্দ্র বিশ্বাস

  অণুগল্প এমারজেন্সি সমরেন্দ্র বিশ্বাস   জেলে আর জায়গা দেয়া যাচ্ছে না। সুপারেন্টেন্ড চিন্তিত। রাজনৈতিক কর্মীরা তো আছেই। এ ছাড়া জেলে এসে ঢুকছে বদমাস , চোর , পকেটমার , ঘুসপেটিয়া , খুনী , আত্মহত্যায় বিফল মহিলা , ধর্ষক , দাঙ্গাবাজ , দেশদ্রোহী - নানা ধরণের লোক ! সুপারেন্টেন্ড নিরুপায় হয়ে জেলের ওভারক্রাউডিং-এর বিষয়টা নিয়ে কারামন্ত্রী র সাথে দেখা করলো। তাকে প্রস্তাব দি লো - কম দোষী বা সাধারণ কয়েদীদের কারা বাসের মেয়াদ কম ক রে দেয়া হোক। তা তে নতুন কয়েদীদের জেলে জায়গা দিতে সুবিধে হ বে । কারামন্ত্রী ও চিন্তিত! বললেন - তাড়াতাড়ি ছুটি ক রানোর ব্যাপারে আইনের কিছু ফ্যাকরা আছে। তবে প্রস্তাবটা ভালো , বিশেষত দেশ জুড়ে যখন এতো এতো কয়েদী! সবাইকে যখন জেলে জায়গা দেয়া যাচ্ছে না। আমি জানি, শহরের অন্য সব জেলখানাগুলোরও একই অবস্থা। কোন জেলেই পা ফেলার জায়গা নেই! জেল সুপারেন্টেন্ড কারামন্ত্রীকে বললো - ব্রিটিশ আমলে ভারতবর্ষে সত্যাগ্রহী আন্দোলনের দিনগুলো ? তখনকার জেল - ভরো আন্দোলন ! সে যুগে কতো কতো মানুষ আইন-অমান্য করে জেল ভরাতে আসতো! এই সমস্যা সমাধানের জন্যে কয়েদী দের...

খুঁজছি / সমরেন্দ্র বিশ্বাস

  খুঁজছি সমরেন্দ্র বিশ্বাস   একটা গানকে আমি বিশ্বসংসারে তন্ন করে খুঁজছি একটা গান – যা তুমি শুনিয়েছিলে । একটা গানকে খুঁজতে খুঁজতে আমি চলে গেছি নীল আকাশে মেলা ধূ ধূ প্রান্তরে জনহীন একটা নির্জন ক্ষেতে যেখানে একদিন আমাকে তুমি শুনিয়েছিলে সেই গান । একটা গানকে খুঁজতে খুঁজতে চলে গেছি পাহাড় আর জলপ্রপাতের কিনারে হাওয়ায় হাওয়ায় যে গান জলকণার অভিমান , আমাকে ভিজিয়ে দিচ্ছিল সে সব দিনগুলো । একটা গানকে খুঁজতে খুঁজতে চলে যাচ্ছি রাত্তিরের সেই নির্জন বারান্দায় একরাশ থকথকে রক্তে ভিজে উঠে অপূর্ব বেদনায় একদিন তুমি শুনিয়েছিলে সেই গান । সেই গানটাকে খুঁজতে খুঁজতে পৌঁছে গেছি শহরের রাজপথে , রিক্সার টুংটাং শব্দে পথচারীর অরণ্যমায়ায় , রাত্রি নেমে আসা আকাশের নীচে আমরা হাঁটছিলাম , তোমার পদশব্দে সেদিন বেজে উঠেছিল এই গানটাই । একটা গানকে খুঁজতে খুঁজতে আমি পৌঁছে গেছি মেসোপটেমিয়ার প্রত্নশহরে , মহেঞ্জোদারোর শিলালিপিতে পার্কসার্কাস কবরস্থানে , ছায়াফেলা গাছ গাছালির নীচে - আমি শুনতে পাচ্ছি তোমার গান , অথচ ছুঁতে পারছি না । সেই গানটাকে খুঁজতে খুঁজতে আম...