ত্রাণকর্তা সমীপেষু
সমরেন্দ্র
বিশ্বাস
#
বল্লমের
মতো যে শীত দেহের কোষে বিঁধছে
সে
দোষ শীতের নয়,
আমায়
ছেঁড়াজামাটা বদ্লাতে দাও।
#
বন্যায়
তীব্র স্রোতেরা ভাসিয়ে নিচ্ছে আমার ঘরবাড়ি
সে
দোষ বন্যার নয়,
দুনিয়ার
ভাঙ্গা ভূগোলটা আমায় দেখতে দাও।
#
খরায়
খরায় খাঁ খাঁ হয়ে যাচ্ছে দেশ
সে
দোষ খরার নয়,
পাঁচশালা
পরিকল্পনার আকাশে বিদ্যুত ফেড়ে জল ঝরতে দাও।
#
সামনে
থেকে সরিয়ে নাও তোমাদের ত্রাণভান্ডারের মেকি পাত্রগুলো,
ওগুলো
প্রতি মুহূর্তেই আমায় বড় বেশি উদ্বাস্তু করে দিচ্ছে।
# # #
[ কাব্যগ্রন্থ - তবু স্পন্দমান পথ / 1986 ]
=======
© biswas.samarendra@hotmail.com
Comments
Post a Comment