কঙ্কাল উৎসব


আধুনিক শকটে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে
ধীরে ধীরে শুকিয়ে যাওয়া এই পৃথিবীর একটা প্রত্নতাত্মিক শরীর !
সবাই এসেছে পুর্বনির্ধারিত কঙ্কালটাকে নিয়ে অন্তিম শোভাযাত্রায়,
এমনটাই কি এ সময়ের কাজ ছিল?
কেউ প্রশ্ন করছে না, কঙ্কালটা কেন?
কবে থেকে প্রস্তুতি নেয়া হচ্ছিল এই কঙ্কাল উৎসবের?
শোভাযাত্রায় সুসজ্জিত আটশো চাকার ইঞ্জিনগাড়ী,
তাতে ইন্ধন ঢালার জন্যে স্পনসর্ড বিজ্ঞাপন আর কর্পোরেট দুনিয়া-
যাকে মানুষ শাসনতন্ত্র ভেবে ভুল করে!
আমরা কঙ্কাল-উৎসব, শোভাযাত্রা আর রাজকীয় সম্মেলনে -
স্যালুট জানাচ্ছি শুকিয়ে যাওয়া এক পার্থিব কঙ্কালকে
যার মধ্যে শুয়ে আছে আমাদের পুর্বপুরুষদের ক্লান্ত মনীষা,
যার মধ্যে শুয়ে আছে আমাদের উত্তরপুরুষের প্রস্তরীভূত ভবিষ্যত!
আটশো চাকার ইঞ্জিনগাড়ীতে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে কঙ্কাল -
তার নাম উন্নয়ণ, সঙ্গে যাচ্ছি আমরাও!
# # #

সমরেন্দ্র বিশ্বাস
The Poem was Published in - "ATMAJA", New Delhi.

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!