বাঁচা সম্পর্কিত প্রশ্ন



সমরেন্দ্র বিশ্বাস

হা-ঘরে হা-ভাতেদের
বৈঠকী মজলিসে প্রশ্ন উঠেছিলো –
বাঁচা কি এতই সহজ ?

এক পঙ্গু তরুণ
প্রশ্নকারীর দিকে হাতের ছড়ি ছুঁড়ে দিয়ে
টাল হারাতে হারাতেও
শেষ পর্যন্ত দাঁড়িয়ে উঠে বলেছিল –
বাঁচা কি এতই কঠিন ?

[ তবু স্পন্দমান পথ ]

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!