জটিঙ্গা পাখির লাশ



সমরেন্দ্র বিশ্বাস
#
পেন্ডুলামের মতো দুলতে থাকে আকাশ
বাতাসের বাঁকে বাঁকে ঘূর্ণির শোঁ শোঁ শব্দ
পাহাড়ের সংবিধান আর গাছগুলোর ঘনবদ্ধতায় আটকে থাকে মৃত্যু,
তখনই জীবনটাকে মনে হয় জটিঙ্গা পাখি!
মাঝে মাঝেই আমাদের ডানায় ঝড় আসে,
প্রিয় উপত্যকার ডাক শুনি –‘কোটর ছেড়ে বেরিয়ে এসো’ -
তখনই ঝটপট করে উড়তে থাকে আমাদের পাখি জন্ম!
এ জীবনে কিই বা চেয়েছিলাম?
আত্মহনন তো চাই নি, চেয়েছিলাম ডানার বন্ধনহীন মুক্তি,
চোখ মেলে দেখতে মেঘমায়া, উন্মুখ চাঁদের হাসি,
চেয়েছিলাম শিষ দিয়ে বেঁচে থাকার সমূহ জীবন -
অথচ প্রত্যেক রাত্রেই এই উপত্যকার চাতালে
মুখে রক্ত উঠে থরে থরে শুয়ে থাকে ডানা ভাঙ্গা নিহত শরীর,
যেন শুয়ে আছে আমাদের প্রিয় মানবজন্ম, জটিঙ্গা পাখির লাশ!
# # #

======= © biswas.samarendra@hotmail.com
ছবি ইন্টারনেটের সৌজন্যে প্রাপ্ত

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!