কিছু দৃষ্টি যেতে যেতে



সমরেন্দ্র বিশ্বাস    
#

কিছু দৃষ্টি যেতে যেতে দুধারে ছড়িও,
দেখো মায়া বৃক্ষের মতো তারা তোলে কিনা চোখ সুনীল আকাশে ;
তাতে বৃষ্টি হবে পিপাসার্ত মানুষের দেশে !
কিছু দৃষ্টি গুঁড়ো করে কাঁচের বয়ামে যত্ন করে রেখো ,
দেখো তারা ফসফরাসের মতো দেয় কিনা আলো ,
যে আলোর মায়ায় আদিম মানুষেরা এ যাবৎ হেঁটে আসে পথ ।
বাকী দৃষ্টি তুলে দিও নৈরঞ্জনা নদীতীরে বসে থাকা  মৌন ভিক্ষুদের ,
যদি তারা শ্রমনের পথে পথে ফসল ফলায় , সামগান গায় !
#
তারপরে তুমি ক্লান্ত যীশু সর্বস্বান্ত চলে যেও যেদিকে দুচোখ চায় 



[ কাব্যগ্রন্থ - অনন্ত জলশব্দে আমি ]
=== © biswas.samarendra@hotmail.com


Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!