বিউটি পার্লার

বিউটি পার্লার
বিউটি পার্লার থেকে কখন তুমি ঘুরে এলে?
#
সেদিন সিধাসাধা চুলের লহরে আন্দোলন লাগিয়ে তুমি ঘরময় কাজ
করছিলে, গাছের টবে জল ঢেলে যখন থিতু হয়ে তোমার ঘরের
জলচৌকিতে বসে কাগজের ফুল কাটতে লাগলে, ব্লাউজের স্বাভাবিক
ঘামে তখন এক অদ্ভুত শারীরিকতা! নিস্তব্ধ চাহনি সিলিং-এর
ঘুরন্ত ফ্যানের ব্লেডে ঝাপ্টা খেয়ে আমার দৃষ্টিকে বিজ্ঞাপনহীন
করে দিয়েছিল। তারপর তোমাকে ভীষণভাবে দেখতে দেখতে আমি কিছুই
দেখি নি, টিভিতে বৃষ্টি দেখছিলাম শুধু।
#
ঠিক তখনি ঘরের কোণে কোণে মিড়মিড় সংগীত, মধ্যকার বাতাস
অন্তরঙ্গতায় আকুপাকু, তুমি আটপৌরে শাড়ি দুলিয়ে জলচৌকি ছেড়ে
রংচটা সোফায় এসে বসেছিলে। সেদিন তোমার কোনো মেক-আপ
ছিল না, বিউটি পার্লার ছিল না। তখনও কি তুমি জানতে না?
#
বিউটি পার্লার থেকে তোমার এই বেরিয়ে আসা আমার ভাল্লাগে না।
#
তোমার প্লাগ করা ভুরু কিংবা জটিল চুলের বিন্যাস দেখে আমার
দুঃখ লাগে। মনে পড়ে, পার্কস্ট্রীটের অফিসপাড়ায় আধো অন্ধকারে
একটি মেয়েছেলে আমার পিছু নিয়েছিল, হোঁচট খেয়ে
যখন আমি পড়ে গেছি, সেই প্লাগ-করা ভুরু আর কৃষ্ণচূড়া খোঁপার
মেয়ে আমার প্যান্টে হাত বুলিয়েছিল, আর নিমেষেই পকেটের
মানিব্যাগ হাতিয়ে সেই সুন্দরী ঢুকে পড়েছিল সামনের এক অভিজাত
বিউটি পার্লারে। আমার ঠোঁট-চোয়ানো রক্তের রঙ ছিল সেই মেয়েটির
শাড়িতে, তার দারুন অভাব, তার দারুণ রংঢং। কিংবা
মেয়েছেলেটিতে রয়েছে বিউটি পার্লারের কৃত্রিমতা আর রয়েছে
এক অসাধারণ নিঃস্বতা!
#
বিউটি পার্লার থেকে ঘুরে এসে আজ তুমি কেন এমন নিঃস্ব-সুন্দরী
হয়ে উঠলে?
# # #
সমরেন্দ্র বিশ্বাস
[ কাব্যগ্রন্থ – পিতৃস্মৃতি, উদ্বাস্তু শিক্ষিকা ও অন্যান্য কবিতা ]


Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!