সাইকেল সমাজের জন্যে
সমরেন্দ্র বিশ্বাস
আজকাল হামেশাই পা’দুটো সাইকেলে প্যাডেল করে
কারণ উষ্ণায়ণের দিনে
মোটরযানের ফ্রেম থেকে খুলে আসছে সমস্ত চাকা
#
আজকাল হামেশাই পা’দুটো সাইকেলে প্যাডেল করে
কারণ পৃথিবীর ছাতা ছিঁড়ে সূর্যের চোখ রাঙানি
উড়ে আসছে ধূলি ঝড়, যাত্রীবিক্ষোভে বন্ধ লোকাল ট্রেন
#
আজকাল হামেশাই পা’দুটো সাইকেলে প্যাডেল করে
কারণ সমস্ত জ্বালানী-ইন্ধন ধীরে ধীরে ফুরিয়ে আসতে
থাকলে
মুখ থুবড়ে পড়বে সভ্যতার সামঞ্জস্যহীন বিলাস,
তখন এ পা দু’টো ছাড়া অন্য কিছু আর জ্বালানোর থাকবে না
#
আজকাল হামেশাই পা’দুটো সাইকেলে প্যাডেল করে
তোমরাও একটু পা চালিয়ে ভাই
আজকেই শহর থেকে গ্রামকে দেখতে যাবার দিন
#
শহরের স্লেটে মোটরযান সরীসৃপদের হর্ণ, লাগাতার
কাটাকুটি
সবসময়ে ভাল্লাগে না,
একটু আস্তে সুস্থে পা চালিয়ে
ভাই
আজকাল হামেশাই পা’দুটো সাইকেলে প্যাডেল করে।
Published / DibaRatrir Kabya - 2019
======= ©
biswas.samarendra@hotmail.com
Picture taken from Internet

Comments
Post a Comment