ডাইনিং টেবিল


#
পুরোনো ক্যান্টিনের পোড়া রুটির গন্ধ
স্মৃতিতে ভেসে আসে নি অনেকদিন, কিংবা বস্তিপাড়ার
কাঠখোট্টা সেই মোহন মিস্ত্রী! ইদানীং ডাইনিং টেবিলে
সাপ্তাহিক মাংসের টুকরোয় শ্রমিকের স্পন্দনময় গৌরব
সযত্নে সাঁত্লানো। ঠিক তখনই আরো অসংখ্য
শ্রমিকের দুর্দান্ত পৃথিবী মাংসহীন, সংবাদহীন!
# # #
সমরেন্দ্র বিশ্বাস
[ কাব্যগ্রন্থ - হাওয়া শিকার ]
Picture collected from Internet.

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!