অধার্মিক কবিতা
সমরেন্দ্র
বিশ্বাস
#
ধর্ম
মানে
ডিরেকটরের
লাঠি ও ঘোমটা
ঘরের
চালা পুড়িয়ে অভাগার হাত স্যাঁকা
সরল
রেখার পেছনে বহুতর বাঁকা আঁকিবুকি
#
ধর্ম
মানে
বহু
মানুষের ভীড়,
যজ্ঞের ছাই, বিনি পয়সায় খাওয়া
#
ধর্ম
মানে
রক্তচোষা
কোম্পানীর বিজ্ঞাপন,
শেঠদের দানধ্যান
সর্বস্ব
খুইয়ে আসা চাষী বউ-এর ইতিউতি চাওয়া
অফিস-কেরানীর
দু ঘন্টার আত্মসমর্পণ
#
ধর্ম
হলো
বহু
মানুষের ভীড় ছুঁয়ে অলৌকিক রঙ
রাত্তিরে
স্বপ্নের মাঝে আচম্বিতে জেগে ওঠা
ভাঙা
আশার ফেভিকল,
ঘোড়-দৌড়
#
ধর্ম
মানে
সন্ন্যাসীর
আনাগোনা,
মাতাজীর কন্ডিশন কার
জনতার
সামগান,
ক্রুদ্ধ যুবকের পেচ্ছাপ
#
ধর্ম
মানে
আগামী
বছর ভোটে দাঁড়াবার ছাড়পত্র
নেশার
বিহ্বলতায় শুয়ে থাকা
পাঁজরের ’পর দিয়ে
টেনে নেয়া সন্তানের কফিন
#
ধর্ম
হলো
আদিম
বৃক্ষের বল্কল,
আমাদের বোকা ভাই
আচ্ছন্নতা, উদ্দাম
প্রাণের খোলসে ব্যাঙের মহড়া
#
ধর্ম
মানে একদলা থু-থু
[ কাব্যগ্রন্থ
- হাওয়া শিকার (প্রকাশ-1995)]
Comments
Post a Comment