জন্ম
[তমাল ও মণিকে]
#
সমরেন্দ্র
বিশ্বাস
#
এ
ভাবেই আসে
তাকে
আসতেই হয়।
সারি
সারি প্রহরা পেরিয়ে
অজস্র
রাত্রি জাগরণের স্তব্ধতাকে সঙ্গী করে
দুঃখ
ক্ষুধা অত্যাচারের পাহাড় দুপায়ে মাড়িয়ে
নিঃশব্দেই
সে আসে।
যে
আসে কাঁধে তার
আজীবনের
পতাকা বইবার দাগ,
আর
শরীরে আপন ভোলা নদীর গান।
পৃথিবীতে
এখন সুখ কি দুঃখ
মানুষেরা
জেগে কি ঘুমিয়ে
এ
সমস্তই অগ্রাহ্য করে প্রচন্ড স্পর্ধায় সে আসে।
পৃথিবীর
আঁতুর ঘরে যদি না প্রদীপ জ্বলে, প্রয়োজন নেই
পথ-প্রদর্শক
তারাটির আলো যদি নিভে যায়, - যাক
প্রহরের
ঘন্টা-ক্ষণে যদি বারবার ভুল হয়, - হোক
তবুও
সে আসে
–
বারবার
আসে।
[ জানুয়ারী – ১৯৯১
]
[ কাব্যগ্রন্থ - হাওয়া
শিকার (প্রকাশ-1995)]
Comments
Post a Comment