কম্পাসের ভাঙ্গা সংকেত



সমরেন্দ্র বিশ্বাস

#
সবুজ শাড়ির আঁচল সিগন্যালের মতো হাওয়ায় দুলতেই
গাড়ীগুলো চলে যেতো ভুল লাইনে,
সীমান্তের ম্লান টিপ ধ্রুবতারার ইঙ্গিত নিয়ে এলে
প্রত্যেকটা জাহাজ উষ্ণ সমুদ্র পেরিয়ে থেমে যেতো ভুল বন্দরে!
#
একদিন মোহিনী হাসির থেকে বেরিয়ে এলো নিঃশব্দ বিদায়,
অন্ধকারে ঢেকে গেলো ঝঞ্ঝাক্লান্ত সমুদ্রসময়
ভেঙ্গে গেলো কম্পাসের কাঁটা,
পৌঁছানো হলো না যেখানে যাবার কথা!
#
শশ্রুষার জন্যে একদিন বলেছিলে বিশল্যাকরণীর ছায়া হবে তুমি,
জানি সে সব অরণ্যেরা আজ মৃত!
তোমার ধ্রুবতারা অসহায় আকাশে এখনো পাঠায় সংকেত
চোখে আজো ভেসে আসে স্বপ্নেরসবুজ সিগন্যাল,
আমার সে সাহস নেই
রঙ্গীন দুচোখ মেলে আজ তোমায় আবার খুঁজি!
#
 [নতুন কবিসম্মেলন – June2019]

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!