হঠাৎ দেখা, পশ্চিমঘাটে
সমরেন্দ্র
বিশ্বাস
পশ্চিমঘাটের
পাহাড় টিলার আলো
তার
চোখে মুখে গ্রীবায়,
আরব
সাগরের হাওয়া ভেসে আসে
চুলের
অন্ধকারে শরীরে স্তনে
সে
যখন হাঁটে পায়ের শব্দে ছুটে যায় হ্রেষা,
সমস্ত
শরীরে আগামী অরণ্যের অদ্ভুত গন্ধ
দৃষ্টিতে
ঝরে পড়ে কৌমজীবনের প্রেমময় ইতিকথা।
আদিম
যুগে সেই কি চিনিয়েছিল গুহা
অন্ধকার, স্বাভাবিক যৌনতা, নিঃসঙ্গ আর্তস্বর?
তার
কাছেই কি বহুযুগ আগে আমি শিখেছিলাম
পাথর
খোঁজার পদ্ধতি, সহজপাঠ,
বর্ণমালা, চক্রব্যূহ নির্মানের কৌশল?
আজকে
এই পাহাড়ি পথে হঠাৎই
দেখলাম
সে হেঁটে যাচ্ছে
যেন
অরুন্ধতী, রোজা,
কিংবা ভেনাসের সমস্ত সৌন্দর্য !
নক্ষত্রের
মনীষা মাথায়, সিঁড়ি
ভেংগে
উঠে
আসছে যে মানবী, সে কি
আমার চেনা ?
যেই
হও না কেন তুমি, তোমায়
দিলাম
আমার
আবহমানকাল, দুচোখ
ভরা দৃষ্টি
যুদ্ধ-পোষাক
শিরস্ত্রাণ অন্তর্বাস,
সহস্র
বছর সময়, অনন্ত
অপেক্ষা
তোমায়
দিলাম আমার একাকী আকাশ,
এই
পশ্চিমঘাট
আর
এ জীবনের সমস্ত স্মৃতি !
#
Published - Kabitar
Bhuban / BookFair-2019
Comments
Post a Comment