স্মৃতি



গান গাইবো বলেই এ পৃথিবীতে আসি নি;
এসে ভালোই হলো, গান গাওয়া হলো।
গান, হোক না সে সংক্ষিপ্ত!
এই গান যদি আর না বেঁচে থাকে
নাই বা থাকলো-
বেঁচে রইলো একটা আকাশ
বেঁচে রইলো পাহাড়-টিলা,
বুনো ঝোপঝাড় জঙ্গলে
তোমার আত্মা মেশানো উষ্ণ শ্বাসের স্মৃতি।
# # #

সমরেন্দ্র বিশ্বাস
[ ডোঙ্গরগড়, 15.9.1989 ]
[ কাব্যগ্রন্থ - হাওয়া শিকার (প্রকাশ-1995)]
Photo - Self Click.

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!