পাথর ভাঙার গান



সমরেন্দ্র বিশ্বাস
#
কালো পাথরের অন্ধকারে
চাপা পড়ে আছে যত
ফুলের ফসিল
পাখির ফসিল
রে ফসিল ফুল , পাথর ফাটিয়ে তুই একবার পাপড়ি মেল্ ,
রে ফসিল পাখি , পাথর ফাটিয়ে তুই উড়াল দে , উড়াল দে -
জীবনভর শুধুই কান্না – আর কেন ?
#
দ্যাখ দ্যাখ
কান্না থামিয়ে নিঃশব্দে কিম্বা শব্দে শব্দে
আমরা কেমন দিন রাত
যত পাথর ভাঙছি , পাথর ভাঙছি ......

[ প্রকাশিত / তবু স্পন্দমান পথ ]


Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!