খুঁজে চলেছি ঈশ্বরীর বাগান



সমরেন্দ্র বিশ্বাস
# # #
ধ্বংসাবশেষকে দেখবো বলেই কি
তোমার দিকে তুলে দিয়েছিলাম নির্মানের চোখ?
তখন ব্যালকনি জুড়ে ছিল মতিচ্ছন্ন ধোঁয়া!
#
নির্মানের করপুটে শিল্পিত স্থিতিথাপকতা, স্বপ্নে ছিলে তুমি
আর ছিল ঈশ্বরীর বাগান।
#
বিনিময়ে তুমি ফিরিয়ে দিয়েছো
অবিচ্ছিন্ন ভূমিকম্প।
#
এই দ্যাখো,
মতিচ্ছন্ন ধোঁয়া, ছিন্নবিচ্ছিন্ন ভূকম্পন বুক পকেটে আমার,
আজও আমি খুঁজে চলেছি ঈশ্বরীর বাগান।
# # #


[প্রকাশিত – 'আর্ষ' ]
#
Picture courtesy- Internet  / Paramita Bhowmick's FaceBook Wall.

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!