রোগশয্যা
রোগশয্যায়
বন্ধু তুই পাশ ফিরে শুলে
ডেকে
ওঠে বজ্রগর্ভ মেঘ ।
#
মেঘে
মেঘে জমা জল আর আগুন সংযোগে
আমাদের
পিকনিক ছিলো ফাগুন জঙ্গলে,
কথা
ছিল শান্ত শ্রমিক -উদ্ভিদের থেকে চেয়ে নেব শস্য সব্জী ফল।
সেদিনের
পিকনিক সাঙ্গ হয়ে গেছে কতকাল আগে।
#
এত
দিন বাদে আজ দেখি রাত্রি জাগা যন্ত্রণার দাবানলে
তুই
এক দগ্ধ অসহায় বৃক্ষের মতো
ছড়াস
অঙ্গার কিছু আকাশের কোলে রাখা বিছানা বালিশে।
#
তবু
কেনো জানি না – তোরই
নামে জেগে ওঠে গান,
তোরই
নামে জেগে ওঠে নির্মানের অগ্নিগর্ভ মেঘ,
রোগশয্যায়
রক্ত ছোপ;
যন্ত্রণার
অঙ্গারেরা ফুল হয়ে ফোটে।
# # #
সমরেন্দ্র বিশ্বাস
[ অনন্ত জলশব্দে আমি ]
© biswas.samarendra@hotmail.com
Comments
Post a Comment