তোমার মুখ
সমরেন্দ্র বিশ্বাস
আগুন ঝরছিল রাস্তায়
অলিতে গলিতে
কৃষ্ণচূড়ায়, তোমার
একটি মুখ।
আগুন ঝরছিল সত্ত্বায়
বৈষ্ণব পদাবলিতে
ইট কংক্রিটের নগরে, তোমার
একটি মুখ।
আগুন ঝরছিল বিকেলে
তোমার হেঁটে যাওয়ায়
তোমার বুকে, মুখে
– এত
অভিমান জান?
তারপর থরোথরো
ছুটে এল হাওয়া
তোমাকে নাইয়ে দিয়ে, আমার
ঘরে
কম্পমান তোমার দুটো চোখ।
আগুন নিভে গেলে কি থাকে?
ছাই, ছাই
এর মধ্যে আরও আগুন-
প্রবণতা।
আগুনের মধ্যেই জেগে ওঠে বারবার
একটি মুখ, তোমার
মুখ।
# # #
[ কাব্যগ্রন্থ
– পিতৃস্মৃতি, উদ্বাস্তু
শিক্ষিকা ও অন্যান্য কবিতা]
Comments
Post a Comment