আয়ু
সমরেন্দ্র
বিশ্বাস
#
দেব
দেউলের গায়ে,
পাথরের
খাঁজে
আমাদের
আয়ু আঁকা –
যেন
পাখি ।
অবিনাশী
ঝড়
খর
দৃষ্টিপাত
ছুয়ে
যায় তার ক্লান্ত দুটো ডানা ।
পর্যটণ
শেষে ফিরে যাই,
তবু
পাথরের গয়ে লগ্ন থাকে পাখি
বছর
বছর ;
নামহীন
নিত্য পাখি, মনু
যার নাম ।
[ কাব্যগ্রন্থ - অনন্ত জলশব্দে
আমি ]
Comments
Post a Comment