উত্তরণ
তাকে বললাম
‘উঠে আয়।’
মুখ গুঁজে পড়ে
রইলো সে
যেন উঠবার এতটুকু
শক্তি নেই।
#
যখন তাকে বললাম,
‘নিপাত
যা!’
তখন সে নড়ে চড়ে
বসলো।
অবশেষে
বন্দুকে তাক করতে
করতে
তাকে জানালাম
‘আজকেই
তোর মৃত্যু!’
স্পর্ধায় সে হুঙ্কার
দিয়ে ছুটে এলো;
যেন তার মতো শক্তিধর
আর কেউ নেই।
# # #
সমরেন্দ্র বিশ্বাস
[
কাব্যগ্রন্থ - হাওয়া শিকার (প্রকাশ-1995)]
Comments
Post a Comment