গাড়ী
সমরেন্দ্র বিশ্বাস
#
সার্চ লাইটের আলোয় পিছলে যাচ্ছে ধান খেত ,
সার্চ লাইটের আলোয় থেতলে যাচ্ছে কুহক স্তব্ধতা ,
সার্চ লাইটের আলোয় ভেসে বেড়াচ্ছে প্রতিশ্রুতি !
দ্রুতগামী গাড়ীর আলোয় সভ্যতার চোখে ধাঁধা ,
কিছু পাবার আশায় নাচছে গ্রাম ও শহরের হৃৎপিণ্ড।
ড্রাইভারের নিয়ন্ত্রনে এ সময়ের যাবতীয় সার্চ লাইট ;
অথচ ড্রাইভার-সীটে কোন মানুষ নেই।
একটা
মুদ্রা-মানুষের ছায়া আরো কিছু মুদ্রার নির্দেশে
সভ্যতার
গাড়ীটা চালাচ্ছে !
[ কাব্যগ্রন্থ- অনন্ত জলশব্দে আমি (2016)]
Comments
Post a Comment