মায়াবী মেঘের খোঁজে
সমরেন্দ্র
বিশ্বাস
#
মৃত
মানুষ আর মরা গাছকে বাঁচাতে পারে
এক
মায়াবী মেঘ!
বিপর্যয়ের
মরুপ্রান্তরে
সেই
মেঘ-সঙ্গিনীকে খুঁজে নিতে চেয়েছিলো
যে
একাকী মানুষ,
তারই
সংক্ষিপ্ত পায়ের ছাপে লেখা আছে
এ
জন্মের সমস্ত প্রার্থনা!
Picture collected from Internet.
[Written on 15.6.2018. Published in KABITA_KON,
Nabadwip]
Comments
Post a Comment