উদ্বাস্তু শিক্ষিকা


সমরেন্দ্র বিশ্বাস
#
বিস্ময় ভূগোল নিয়ে পাহাড়ের মতো মৌনতায় জেগে থাক তুমি,
তোমার একেকটি উচ্চতা অভিমানী ভালোবাসা হয়ে
খেলা করে রৌদ্র মেঘে
#
সাদামাটা এক প্রশ্ন ধাক্কা খায় ভাসমান মেঘে-
তুমি নাকি অন্যকেও কিছু কিছু ভালোবাসো?
#
তোমার সম্মুখে প্রান্তরের ঘাম রক্ত মেখে
আমি রাত্রিদিন পড়ে থাকি উপত্যকা জুড়ে,
রৌদ্রে পুড়ি, জলে ভিজি,
তোমারি সম্মুখে দগ্ধ দিনে আমি
লাল সাদা হলুদের ফুল হয়ে ফুটি
#
উদ্বাস্তু শিক্ষিকা, বলো বলো
পাহাড়ি সম্ভ্রম নিয়ে রাত্রিদিন তুমি
             সবচেয়ে বেশি কাকে ভালোবাসো?
#
আটপৌরে সংসারের দায়ে বেমানান তুমি কিছু
ম্লান ঋতু হেমন্তের মতো-
যেন এক অনিবার্য উদ্বাস্তু!
তাই দূর থেকে আমাকে শেখাও তুমি উদ্বাস্তুর পাঠক্রম!
আজও তাই মাথায় জড়ানো রাত্রিজাগা চাদরের ক্লান্ত মেঘ নিয়ে
নিঃশব্দে দাঁড়িয়ে থাক খেয়ালি সম্ভ্রমে;
প্রস্তর আকীর্ণ সবুজ প্রান্তর থেকে আমি
তোমাকেই দেখি মুখোমুখি;
তুমি যেন অনড় পাহাড়;
আর আমি অপেক্ষায় জ্বলে যাই জোনাকির মতো
#
উদ্বাস্তু শিক্ষিকা,
তোমার আমার মধ্যে দূরত্বের তীব্র বিভাজিকা;
দুর্দান্ত খাদের খাঁজে খাঁজে
ক্ষয় করা তীব্র জলস্রোত-



Picture - Tulika Bandyopadhyay - paint - FB TimeLine
[ কাব্যগ্রন্থপিতৃস্মৃতি, উদ্বাস্তু শিক্ষিকা ও অন্যান্য কবিতা / 2005]
======= © biswas.samarendra@hotmail.com

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!