দৃষ্টিপাত, ম্লানছায়া
#
কি করে এড়াব তোমায়?
তোমার ওই চলমান দৃষ্টিপাত, স্তব্ধ ম্লানছায়া!
অশথের ডাল থেকে হলুদ পাতারা ঝরে ঝরে
যায়। তোমার চোখে
আরও এক অসমাপ্ত দিন মাইক্রোওয়েভ
সিগন্যাল হয়ে আসে।
#
স্বপ্নের সওয়ারি তুমি নও, তবু লাইট-হাউস ছুঁয়ে নিমেষেই চলে যাও,
অনন্ত অপেক্ষা নিয়ে আমি চেয়ে থাকি;
রুখাশুখা বালিয়াড়ি জুড়ে, আমি চাই, ঝেঁপে বৃষ্টি হোক। হয় না।
তারপর যদুবংশ ধ্বংস হবার মতোন আমার
অরণ্যে ধীরে ধীরে বিষাদেরা নামে।
#
তোমার এইটুকু আসা, এই চলে যাওয়া-
আমার গাড়ির ঢিলেঢালা গিয়ারেরা
ভেঙেচুড়ে যায়,
স্বর্গের সভায় নর্তকীর দীর্ঘশ্বাস
ছিন্নভিন্ন করে দেয় মর্ত্যলোকে
আগন্তুক সময়ের দেহ।
#
প্রহরের স্তূপে স্তূপে আগুনেরা
জ্বলে,
রাত্রি জুড়ে রূপকথাহীন নক্ষত্রেরা
তোমারই মুখ হয়ে আসে;
আমি শুধু সামাজিক রাত্রি জাগি, পারি কি এড়াতে?
#
এই আসা, এই চলে যাওয়া যেন স্রোতস্বিনী নদীর নারীটি-
যুগকাল থেমে গেলেও অন্তহীন প্রবাহকে
মেলে
আমাকে ভিজিয়ে যাও স্তব্ধ দৃষ্টিপাতে,
#
দিন নেই রাত্রি নেই
আমার ছায়ারা অভিমানে স্পর্শহীন
বারবার ভেঙে যায় তোমার মুকুরে।
# # #
সমরেন্দ্র বিশ্বাস
Photo Courtesy:- Anton Einsle 1801 / collected from Internet.
[ কাব্যগ্রন্থ – পিতৃস্মৃতি, উদ্বাস্তু শিক্ষিকা ও অন্যান্য
কবিতা ]
Comments
Post a Comment