তারপর

বুকের পলাশ ফেটে রক্ত ঝরে গেল
তোমাদেরি কারো,
প্রতিজ্ঞার মতো লাল।
রক্ত গড়িয়ে গেল তীব্র জলস্রোতে,
মানুষের পাশাপাশি
নদী
বয়ে নিয়ে গেল
জলস্রোত।
তারপর? তোমরা সবাই –
একা একা ভিন পথে সরে সরে গেলে!
না কি বহমানতা মুছে গেল
স্রোতের শরীর থেকে?
কতদিন পাশাপাশি হাঁটা নেই।
অথচ
নদীর গভীরে শোন
যাবতীয় ব্যথা-
চোরাস্রোত!
# # #
সমরেন্দ্র বিশ্বাস
[ কাব্যগ্রন্থ - হাওয়া শিকার ]


Picture collected from Internet.

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!