তারপর
বুকের পলাশ ফেটে রক্ত ঝরে গেল
তোমাদেরি কারো,
প্রতিজ্ঞার মতো লাল।
রক্ত গড়িয়ে গেল তীব্র জলস্রোতে,
মানুষের পাশাপাশি
নদী
বয়ে নিয়ে গেল
জলস্রোত।
তারপর? তোমরা সবাই –
একা একা ভিন পথে সরে সরে গেলে!
না কি বহমানতা মুছে গেল
স্রোতের শরীর থেকে?
কতদিন পাশাপাশি হাঁটা নেই।
অথচ
নদীর গভীরে শোন
যাবতীয় ব্যথা-
চোরাস্রোত!
Comments
Post a Comment