পর্যটন : বস্তার
সমরেন্দ্র
বিশ্বাস
#
কি
আসতো যেতো যদি নাই বা আসতাম
কিই
বা এসেছে এই যে এসেছি।
ঝোপে
ঝাড়ে শুকাতে দেয়া কুমারীর কাপড়ের মতো
উঁচু
নীচু পড়ে আছে পথ,
শাল
অর্জুনের অবিরাম যাতায়াত
নির্জন
পথের ধারে,
আদিবাসী
লোক টানটান শরীরের ধারে
হেঁসে
কুঁদে বুঝে নেয় শ্রমের সময়।
#
কিই
বা আসতো যেতো যদি নাই বা আসতাম
তবুও
এসেছি মানুষের পদচিহ্ন চিনে;
যদি
বা শুনতে পাই – কারা
যেন বাজি ধরে
রাতজাগা
আজো ডেকে যায় নাম, সেই
ডাক নাম,
সেই
নামে দুঃখভাঙা পাথরের খাঁজে খাঁজে
নিঃশব্দে
গড়ায় স্রোত, শরীরের
নুন!
# # #
[ কাব্যগ্রন্থ
- হাওয়া শিকার ]
Photo – Mobile Click

Comments
Post a Comment