ফানুস
সারাদিন
আমরা সবাই মিলে একটা ফানুস বানালাম
ফানুসটা
ছিল স্বপ্নের মতো সোনালী
ইচ্ছের
মতো চঞ্চল
সন্ধ্যায়
ফানুস উড়ল,
হাততালি
দিল বাচ্চারা
হাওয়ায়
ভাসতে ভাসতে ফানুস চলল মেঘের দেশে
কিংবা
মেঘ ছাড়িয়ে আরও দূরে যেখানে একটি দুটি তারা খেলা করে।
পরদিন
সকালে গ্রামের লোকেরা দেখল
পড়ে
আছে তেলহীন লণ্ঠন, পুড়ে
যাওয়া সোনালি খোলস
কিছু
ছাই
আর
কিছু মানুষের বিবর্ণ অভিলাষ
আর
ফানুসের গায়ে লেখা অক্ষরগুলো ‘মানুষেরা বড় বেশি বোকা’।
গ্রামের
লোকেরা কুড়িয়ে নিয়ে গেল লন্ঠন এবং ফানুসের যাবতীয় কাঠামো,
আজ
রাতেও তারা ফানুস পাঠাবে!
#
সমরেন্দ্র
বিশ্বাস
[ কাব্যগ্রন্থ – পিতৃস্মৃতি,
উদ্বাস্তু শিক্ষিকা ও অন্যান্য কবিতা ]
Picture collected from
Internet.
Comments
Post a Comment