আলোকিত নদী



সমরেন্দ্র বিশ্বাস
  
চোখের থেকে
গড়িয়ে নামছে আলো
প্রবাহকে জাগিয়ে রাখো
পাথর হতে দিও না।
#
গড়িয়ে নামা আলোরা
ছুঁযে যাবে পথ, দুপাশের তটরেখা,
থমকে যাবে যুদ্ধ কথা
মুছে যাবে দুঃখদিন।
#
চোখের উজাণি আলোরা
ফিরিয়ে দেবে এক্কা দোক্কা খেলা
বারোয়ারী তলা, কোরাস সঙ্গীত
মায়াময় হিরণ্য দিন ।
#
দুচোখের দৃষ্টি, অন্তর্গত স্রোতকে -
আলোয় আলোয় জাগিয়ে রাখো ;
চোখের থেকে গড়িয়ে নামছে নদী
স্রোতকে পাথর হতে দিও না।

[ Published – Atmaja , NewDelhi]
© biswas.samarendra@hotmail.com

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!