মৃত বরফ, আত্মসর্বস্বতা



সমরেন্দ্র বিশ্বাস
# # #
মৃত বরফ, সিঁড়িতে নামছে তুষার গলা জল
পাদুটো রাখবো কোথায় ?
পাড়ার মধ্যেই আন্টার্টিকা, ছোট ছোট ইগলু
ঘরের ভেতরে উড়ছে বরফের ফ্লেক্স
সিলিংএ ঝুলে থাকা বরফের চাঁই, ভেঙে পড়বে মাথায় !
#
বাইরেও গ্লেসিয়ার, ভয় দেখানো ব্লিজার্ড
রাস্তায় উড়ছে বরফের কুঁচি
পড়শিদের বন্ধ দরজার সামনেই বরফের ঢিপি ।
কতদিন একজন দেখি নি আরেকজনের মুখ
সম্পর্কের মধ্যে মাইন্যাস দশ ডিগ্রী সেলসিয়াস
শ্লেজ গাড়ীতে আত্মসর্বস্ব এক কুকুরটানা জীবন !
#
এমন কেউ কি আছো, দোস্ত
ধার দিতে পারো নিঃস্বার্থ উত্তাপ, একটুকরো আগুন ?
ঘরে ও বাইরে যখন বরফ, গড়িয়ে নামছে ঈর্ষাপরায়ণ হিম
ফ্রষ্ট-বাইট এ রজনীগন্ধাটা নিয়ে কার কাছে যাই ?



 [ The poem was published in "Ajker Anubhab".]

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!