তোমাকে সাজাবো জলে



সমরেন্দ্র বিশ্বাস
#
তোমাকে পরাবো জলের কামিজ ,
তোমাকে সাজাবো জলে
এই দেখো ভিজে হাতে আজো লেগে আছে গন্ধ কস্তুরীর ,
বল্কলের মতো  প্রাচীন পোষাকের ভার যদি নিজে খুলে দাও ,
তোমাকে সাজাবো জলে

[কাব্যগ্রন্থ - অনন্ত জলশব্দে আমি ]

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা