ছিন্ন বিচ্ছিন্ন ! (2)

                 

সমরেন্দ্র বিশ্বাস

#

অপমান

 

আমাদের অপমান

বারবার

ফিরে যায় সূর্যবন্দনার দিকে।

 

#

মানচিত্র

 

উঁইএর ঢিপির উপর

কারা যেন বসিয়ে রেখেছে

ভারতবর্ষের মানচিত্র!

#

দিক বদল

 

আজকাল ঘড়ি মাঝে মাঝেই বদল করছে দিক।

কখনো ডান, কখনো বাম -

কামিজের জলছাপ বড্ড বেশী সুযোগসন্ধানী!

#

হেডলাইট

 

রাস্তায় লোকগুলো যখন হাঁটে

দিনের বেলাতেই জ্বালিয়ে রাখে

অনাবশ্যক ব্যাটারি!

এমনি ভাবেই ক্ষয়ে যায় প্রাত্যহিক হেডলাইট

 

#

সভ্যতা

 

সভ্যতার দীর্ঘ টাওয়ারগুলোর সামনে

হ্রস্ব হয়ে যাচ্ছে আমাদের দিন !

 

#

বিস্মরণ

 

স্মৃতির সন্ত্রাস হয়ে তেড়ে আসে আবছায়া মুখ –

চিনি কি তারে, চিনি না?

এ জন্মের একি অসহায় বিস্মরণ!

 

#

অরুণিমা লেন

 

স্মৃতির সরণিতে কবে থেকে আজও 

পথে শুয়ে আছে প্রিয়তমা -

অরুনিমা লেন!

 

#

প্রেম

 

প্রেম অপেক্ষায় থাকে নক্ষত্র সংকেতের,

তবু প্রতিদিন আকাশের তারা অগনন ঝরে যায় !

 

 

 

 


© biswas.samarendra@hotmail.com

 

 

Published in

 BOMBAY DUCK (PRINTED ISSUE-2019) /  Edited on 5.6.2020



Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

হীরাকুদ, উৎপল সেন ও আমাদের অগ্রজেরা