আত্মজাকে, অনাগত অন্ধকারে দাঁড়িয়ে
সমরেন্দ্র বিশ্বাস
# # #
নদীর এপারে রাখা আমাদের সকাল সন্ধ্যা
সময়ের উজানে
জলস্রোত, তুই যাবি ওপারে
রাত এখন অন্ধকার ।
নদীর এপাশে কাশ ফুলের মতো মাথা দোলানো স্নেহ
আত্মীয় বৃক্ষের লতা পাতায় ভালোবাসা,
বেঁধে-রাখা অনুশাসনের হাওয়া
মাথার উপর মেঘে মেঘে স্বপ্ন - এসব কিছুই তোর
স্কুলব্যাগে ছেড়ে এলি ।
শুধু আজ সময়টাই বেখাপ্পা – অন্ধকার রাত
নিজেকেই নিজে ছিঁড়ে ফেলছে রাগে!
তবুও নদীর ওপারে দূরে দেখা যাচ্ছে নক্ষত্রের আলোর সারি,
পথ ভোলা নৌকার লন্ঠনেরা আলো জ্বালিয়ে এগিয়ে
যাচ্ছে দূরে, অনেক দূরে
নদীর মাঝে জেগে উঠেছে অজানা চর, সময়ের বুকে
সাঁতারের ক্ষতচিহ্ন
ঘড়ি উড়ে চলেছে উজানের দিকে, হাওয়ার কানে কানে
মা-পিসিদের গল্পকথা ।
নদীর ওপার তোকে ডাকছে? ডাকবেই তো !
ও আমার মেয়ে, অনাগত অন্ধকারে দাঁড়িয়ে শুধু
এটুকুই বলা-
রাত্রের ফিসফাসে চোরাগোপ্তা লুকিয়ে আছে
চক্রান্ত
সঙ্গে নিয়ে যাস বাঘছাল পোষাক, স্রোতের মেধাবী
টান, লাইটহাউসের আলো ।
যেতে তো হবেই। তুই তো জানিস, আমাদের কারো
হাতেই অনেক বেশী সময় নেই !
Published in ‘মধ্যবর্তী’- July-2018.
© biswas.samarendra@hotmail.com

এক কথায় সুন্দর ।
ReplyDelete