সূর্যাস্তের ম্লান আলো, প্রত্ন পান্ডুলিপি
সমরেন্দ্র বিশ্বাস
#
সমুদ্রের
পাড়ে এখন সূর্যাস্তের ম্লান আলো ।
যে
মানুষটা একা একা ঘুরে বেড়ায় নির্জনে
তার
দুচোখে আজ ধোঁয়াটে কুয়াশা।
বহুদিন
সামুদ্রিক হাওয়ারা আগ্নিবান ছোঁড়ে নি বিদ্যুতের দিকে
ঘূর্ণিঝড়েরা
লুকিয়েছে স্মৃতির আড়ালে
পদশব্দে
নেই মার্চ-পাষ্টের কুচকাওয়াজ!
ভেসে
আসছে যুদ্ধ শেষের শোকার্ত আভা, সময়ের নৈশ সঙ্গীত
শিবিরের
বিশ্রাম কথা, মৃত সক্রেটিসের চোখ।
সূর্যাস্তের
ম্লান আলোয়
সমুদ্র
সৈকতে একা একা ঘুরে বেড়াচ্ছে যে মানুষটা
তার
দুচোখের গভীরে আজ অনন্ত জিজ্ঞাসা, প্রত্ন পান্ডুলিপি!
© biswas.samarendra@hotmail.com
Published
in ‘Durer Kheya’ / Puja-2018
Comments
Post a Comment