আগেকার ছবিগুলো

 সমরেন্দ্র বিশ্বাস

#

আগেকার ছবিগুলো ঠোঁটে নিয়ে উড়ে গেছে সময়ের পাখি !

সময় গড়ায় জলে, জল ওড়ে মেঘময় আকাশের দিকে ।

মেঘমামা সরে সরে গেলে

চেয়ে থাকি আকাশ পর্দায় ,

দেখি ব্যাগ হাতে বাবা ভাঙা মেঘ হয়ে হেঁটে যায় ,

রাঙ্গাদাদু ছেঁড়া মেঘের ফতুয়া পরে

দোকানের ঝাঁপ খোলে, আকাশ কৌটায়

চাঁদফালি সাদা মেঘ টোস্ট বিস্কুট হয়ে গেলে

দাদু ডাকে ,     “খাবি নাকি আয়?”

বিস্কুটের গুঁড়োগুলো ঝরে পড়ে শৈশবের স্মরণতলায় !

আগেকার ছবিগুলো  মেঘের খামারে তবু  অবিনাশি ফসল ফলায় ।

 #

[অনন্ত জলশব্দে আমি ]

Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!