মাঞ্জা
আমি ঘুড়ির মতো সারাদিন গায়ে মাখব পাগলা রোদ্দুর,
টালমাটাল হাওয়ায় যতই গোত্তা খাক না পলকা শরীর।
ভো কাট্টা হবই না।
মাটির সংযোগ না-ছেঁড়ার জন্যেই
কাঁচ গুঁড়িয়ে মাঞ্জা দিচ্ছি
স্নায়ুতে, স্নায়ুতে
শিরায়, শিরায় !
# # #
সমরেন্দ্র বিশ্বাস
[ কাব্যগ্রন্থ – পিতৃস্মৃতি, ....... ] / সম্পাদিত
.
Comments
Post a Comment