ভাঙতে ভাঙতে
সমরেন্দ্র বিশ্বাস
#
ভাঙতে ভাঙতে
ভাঙতে ভাঙতে ……
আমরা আর কতটা ভাঙবো?
যতই ভেঙে যাচ্ছি আমরা কমে যাচ্ছি
কমে যাচ্ছে শরীরের লোহিত কণিকা-
রুগ্নতার হাতে অস্তিত্ব তুলে দিতে
আমাদের এতই আনন্দ?
#
‘ভাঙাটা ভালো’- এই সমাবেশে কেউ বললেন।
মশাই ঠিকই বলেছেন
যদি ভাঙে নিজের ‘আমি’টা-
অথচ দিনে দিনে দেখছি
‘আমরা’ নেই, পরিবর্তে
আমি শব্দটা ফুলতে ফুলতে
এমন ধূমসো-!
#
‘হেই!’ কেউ বললেন
‘শত চিন্তার দ্বন্দ্ব ভাল,
তাতে ফুল ফোটে।’
আপনাকে ধন্যবাদ,
অথচ লক্ষ্য করেন নি
অনেক দ্বন্দ্বের মধ্যেই চিন্তা নেই।
তাই মাথার খুলিতে খুলিতে
ঠকাঠক আওয়াজের আহা উঁহু!
এখানে কোন্ ফুলই বা ফুটবে?
#
মেঘ নীচে নামে, মানে বর্ষা;
মাটির প্রচন্ড টানে আকাশ ভাঙে-
এখানে ভাঙার নাম জীবন।
জীবন নীলাম হচ্ছে বলে
আমরা কি এখনো
ভাঙতে পেরেছি তেমন?
#
শিল্পীর ছেনির আঘাতে
ভাঙতে ভাঙতে
বোবা পাথর থেকে
একটা ভাষ্কর্য-
কিন্ত ভাঙার জন্যেই
শুধু ভাঙতে ভাঙতে
আমরা কোথায়?
# # #
[ গ্রন্থ – সময়ের পদাবলী / পর্ব – স্রোতে স্রোতে ভাসমান ভেলা ]
.
Comments
Post a Comment