তুমি কাঁদো, কিন্তু বসন্ত আসে না
সমরেন্দ্র বিশ্বাস
#
শীতের পর্ণমোচী বৃক্ষের শরীর থেকে
পাতা খসে পড়ে।
তুমি দ্যাখো, আর সেই সব খসে পড়া পাতা
তোমার যন্ত্রণায় রিণ্ রিণ্ আওয়াজ তোলে,
যন্ত্রণার প্রহরে
তুমি অন্ধকারে বসে থাকো,
আর ক্রমশঃ শীত পেরিয়ে সকাল আসে-
বসন্তের সকাল।
এই অন্ধকার ভারতবর্ষের শরীর থেকেও
পাতারা ঝরে যায়,
তুমি বসে কাঁদো
কিন্তু বসন্ত আসে না
# # #
Comments
Post a Comment