জন্ম আমার বড় প্রিয়

সমরেন্দ্র বিশ্বাস

# #


জন্ম আমার বড় প্রিয়
জন্ম আমার বৈমাত্রেয় ভাই
জন্মের সাথে যত গলাগলি
জন্মের ঝুঁটি ধরে ঝাঁকারই।
জন্ম নিয়ে দুঃখ হাসিতে বাঁচি
জন্ম, তোর নামে রোজ ভাটিয়ালী গাই!
#
জন্ম,  তুই কি মহাবিশ্বে মায়াবী ফানুস?
মানুষের কৃষি কাজ?
জননের উষ্ণ উর্বরতা
রোজ মাঠে পাগল আলির মতো
আমি আরও অনেকের মাঝে
একা একা জন্ম -জন্ম খেলি ,
এ খেলায় কোন অলৌকিক ভগবান নাই।
#
প্রিয়বন্ধু,  তোর সাথে আজও গলাগলি,
সৎভাই,  তোর সাথে রোজ চুলোচুলি,
তোরে নিয়ে স্বেদে ও শোনিতে থাকি,
তোরে নিয়ে চন্দন বসন্ত রাতে জোছনা আতর মাখি;
ওরে জন্ম !
এক একমাত্র জন্মটুকু নিয়ে
আহাম্মক কবি আমি খাটি, খাই, গান গাই ।


###

[কাব্যগ্রন্থ - অনন্ত জলশব্দে আমি]


Comments

Popular posts from this blog

জীবন

আমার অপমানিত সিঁড়ির বুক মাড়িয়ে

দয়াবতী, যাও, ফিরে যাও!